শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিল্পনগরী মেঘনাঘাটে অবৈধভাবে দখল করে রাখা মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানির অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাটে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ উচ্ছেদ অভিযান চালান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতাউর রহমান ও পুলিশ সদস্যরা।
সময় স্বল্পতার কারণে সব স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে দখল ছেড়ে দিতে তিনদিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
জানা যায়, মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য মেঘনাঘাট এলাকায় ২ দশমিক ৩৩২০ একর ভূমি অবৈধভাবে বালু ফেলে দখল করে নেয়া হয়।
দখল করা সম্পত্তি স্থায়ী বন্দোবস্তের জন্য ২০১৮ সালের ৬ আগস্ট মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিজ কোম্পানির প্যাডে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
আবেদনের পর জেলা প্রশাসকের কার্যালয় তাকে সম্পত্তি স্থায়ী বন্দোবস্ত দেয়নি। পরে সম্পত্তিগুলো সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে হাজী সেলিম দেয়াল নির্মাণ করে দখলে নেন।
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী সেলিমকে সরকারি সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য নোটিশ দেয়া হয়।
সম্প্রতি ছেলে ইরফান সেলিম গ্রেফতারের পর হাজী সেলিমের অবৈধভাবে জমি দখলের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে তার দখলে থাকা বিভিন্ন সরকারি ও মালিকানাধীন বিভিন্ন সম্পত্তি উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়।
এরই প্রেক্ষিতে রোববার বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট শিল্প এলাকার মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, মদিনা গ্রুপের দখলে থাকা প্রায় ১৪ বিঘা সরকারি সম্পত্তি চিহ্নিত করেছি আমরা। কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সব উচ্ছেদ সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে তিনদিনের সময় বেঁধে দিয়ে নোটিশ করেছি। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করব।
Leave a Reply