রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার লঞ্চঘাট এলাকা থেকে ৪৫০ গ্রাম হেরোইনসহ আব্দুর রহিম (৪৫), রুবেল (৩২) ও সজিব (২৬) নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত ডাকাত আব্দুর রহিম আড়াইহাজার উপজেলার ঝাউকান্দি গ্রামের সামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া ডাকাত রুবেল মাধবদী উপজেলার চরমাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে এবং সজিব একই উপজেলার গজারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। ডাকাত রুবেলের বিরুদ্ধে ৫টি ডাকাতির মামলা রয়েছে।
Leave a Reply