শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মতবিনিময় সভা করছেন।মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর ও সিনিয়র সহ-সভাপতি পনির ভূইয়া।
মতবিনিময় সভায় ওসি রফিকুল ইসলাম বলেন, সোনারগাঁ উপজেলায় মাদক প্রতিরোধে কারো সাথে কোন আপোষ করা হবে না। উপজেলাবাসী সকলের সহযোগিতা নিয়ে মাদক নির্মূল করা হবে। এছাড়া সোনারগাঁ থানায় কর্তব্যরত কোন পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে কোন ছাড় দেওয়া হবে না। থানায় এসে মামলা অথবা সাধারন ডায়েরি করতে কোন টাকা পয়সা লাগবে না। আপনারা কাউকে কোন টাকা পয়সা দেবেন না। কোন বিষয়ের উপর মামলা করার উপযোগী হলে এমনিতেই মামলা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক সোনারগাঁ পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন স¤পাদক আশরাফুল আলম, কল্যাণ সম্পাদক কাজী সালাউদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী নেওয়াজ শরীফ, নির্বাহী সদস্য মাসুদ রানা, জামান ভূইয়া, মাসুম বিল্লাহ ও আতাউর রহমান প্রমূখ।
Leave a Reply