শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সোনারগা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার জামপুর বস্ত্রল এলাকায় দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে আহতকরার ঘটনায় গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে আহত ওই দুই নেতাকে বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে শেষে বাড়ীতে ফেরার পথে বস্ত্রল এলাকার চিিহ্নত সন্ত্রাসী আল আমিন, গোলজার হোসেন ও আবদুর নূরের নেতৃত্বে ১৫/২০জনের সন্ত্রাসীবাহীনির দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রজন্মলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্নসাধারণ সম্পাদক জুয়েল ভূইয়াকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু বলেন, সভাশেষে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রজন্মলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্নসাধারণ সম্পাদক জুয়েল ভূইয়াকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। অভিলম্বে এ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
Leave a Reply