October 4, 2023, 1:01 am
নারায়ণগঞ্জের খবরঃ বহুল আলোচিত ফতুল্লা স্টেশনের চিকনা শাহিনকে(৩০) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার বিকেলে ফতুল্লা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত শাহিন রেল স্টেশন এলাকার তারা মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এএসআই নুরুল ইসলাম ফতুল্লা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক স¤্রাট চিকনা শাহিনকে গ্রেফতার করে। শাহিনের বিরুদ্ধে এর আগেও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সম্প্রতি এই কথিত সাংবাদিকের সাথে এক মাদক ব্যবসায়ীর মোবাইলে কথোপকথন ফাস হয়েছে। মোবাইলে কথোপকথনে খোকনের দাবি, তার দরবারের মুরিদ না হয়ে কেউ ফতুল্লা স্টেশন এলাকায় মাদক ব্যবসা করতে পারে না। কথিত এই নামধারী সাংবাদিকের অডিও ফাঁস হওয়ার খবরে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়
Leave a Reply