June 7, 2023, 5:41 am

হৃদ রোগে আক্রান্ত শিক্ষার্থী লামিয়া বাঁচতে চায়

রূপগঞ্জ প্রতিনিধিঃ  রূপগঞ্জ উপজেলার মুশুরী (বৈরাগ বাড়ী) গ্রামের দিনমজুর আবুল কালামের মেয়ে লামিয়া আক্তার (৮)। লামিয়া স্থানীয় ৮৪নং মুশুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘ দিনধরে হৃদরোগে ভুগছে লামিয়া। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক এ,বি আব্দুস সালাম জানিয়েছেন তার হৃদপিন্ডে ফুটো রয়েছে।

জরুরীভাবে অপারেশন না করলে লামিয়াকে বাঁচানো সম্ভব হবেনা। অপারেশনের খরচ লাগবে প্রায় ৩ লাখ টাকা। লামিয়ার বাবা আবুল কালাম জানান, তিনি একজন দিনমজুর। কোন রকম সংসার চলে তার। মেয়ের চিকিৎসার জন্য সামান্য জমিটুকু জমি বিক্রি করে ৬০ হাজার টাকা ব্যবস্থা করেছেন। বাকি টাকার জন্য একমাত্র মেয়েকে অপারেশন করাতে পারছেননা। লামিয়াকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার সহযোগীতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা যমুনা ব্যাংক রূপগঞ্জ শাখা একাউন্ড নং-৬২২৯১। মোবাইল-০১৯২৫-৭৯৬০৬৬।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD