December 9, 2023, 11:56 am
নারায়ণগঞ্জের খবরঃ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, ৭১ এর বিজয়ের পর আমরা বিজয় উপভোগ করতে পারিনি। কেননা তখনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ১০ জানুয়ারী তিনি যখন দেশে আসলেন, সেদিন বাঙ্গালি স্বাধীনতার পূর্ণ স্বাধ পেয়েছিল। গত মঙ্গলবার রাতে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কাউট ইউনিট লিডার বেসিক কোসসের সমাপনি উনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে সমস্ত শিক্ষকেরা স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করেছেন, আমি তাদের সম্মানিত করতে চাই। স্কাউট সারা বিশ্বে অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। স্কাউটদের নির্মল চরিত্রের প্রশংসা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেছেন, স্কাউট সদা জাগ্রত থাকে। তারাই পারবে ২০৪১ সালের পূর্বে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত আয়ের দেশ প্রতিষ্ঠা করতে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো স্কাউট ও কাব চালু হয়নি, আমি হুশিয়ার করে বলে দিতে চাই, আগামী ৬ মাসের মধ্যে সেই সমস্ত স্কুল গুলোর এমপিও ভ‚ক্তিকরণ সহ সব ধরণের সুযোগ-সুবিধা প্রদান ও সহযোগীতা বন্ধ করে দেয়া হবে। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জ জেলাকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা করতে চাই। ৪৭৫তম স্কাউট ইউনিট লিডার ও ৬৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ৭ জানুয়ারি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহাতাঁবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি নাহিদা বারিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ফারহানা হক সুমি, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন।
এছাড়াও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা, শিফট ইনচার্জ শারমীন সুলতানা সাথী, ম্যানেজিং কমিটির সদস্য জামান, অহিদ হোসেন, মাইনুদ্দিন, আক্তার হোসেন, হুমায়ন কবির প্রমুখ। বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ৪৭৫তম স্কাউট ইউনিট লিডার ও ৬৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্ববৃহৎ স্কাউট ইউনিট লিডার সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply