স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউন সিনহা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ফতুল্লায় ৫০ জন অসহায় দুঃস্থ মানুষকে ৫০ প্যাকেট খাদ্রসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউন সিনহা।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েক জনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিষেধ। এ অবস্থায় দিনমজুর হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা পড়েছেন বিপাকে। কারণ, তাঁরা প্রতিদিন যে টাকা পান, তা দিয়েই কোনরকমে চলে তাদের সংসার। তাই বর্তমানে না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে তাঁদের।
খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, আটা আলু। এ প্রসঙ্গে সামিউন সিনহা বলেন, ‘আমরা যাঁরা সচ্ছল আছি, তাঁরা বাসায় সময় কাটাচ্ছি। তবে আমরা লক্ষ করছি দিনমজুর, রিকশাওয়ালা ও হকাররা পেটের দায়ে রাস্তায় নেমে আসছে। কারণ, তাঁদের বাসায় খাবার নেই। নিজের পরিবারের চিন্তা করেই মূলত তাঁরা কাজ না করে থাকতে পারছেন না। তাই নারায়ণঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা এ.কে.এম শামীম ওসমান মহোদয়ের সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের অহংকার সম্মানিত অয়ন ওসমান এর পক্ষে এই অসচ্ছল মানুষগুলোর কথা ভেবে নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ শুক্রবার ফতুল্লারগুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।’এই সময় উপস্থিত ছিলো
ছাত্রলীগ নেতা হাকিম কিরন,আরিফ, রিদয়,ইয়ামিন,শাহীন সহ প্রমুখ
Leave a Reply