নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী। তিনি মোট ৯৯৯২ ভোট পেয়েছেন।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
ভোটের ফলাফল থেকে দেখা গেছে, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট। মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।
Leave a Reply