November 30, 2023, 10:58 pm
নারায়ণগঞ্জের খবর: জেলা জাতীয় পার্টির আহবায়ক প্রয়াত আবুল জাহের চেহলাম উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তাঁর স্মৃতিচারন করতে গিয়ে কেঁদেছেন এমপি সেলিম ওসমান। তিনি বলেছেন এই প্রথম আমি বন্দরে আসলাম আমার জাহের ভাই আমার পাশে নাই। আজ আসার পথে কেউ আমাকে ফোন করে খোঁজ নেয়নি ভাই আপনি কোথায় আছেন, ওমুক রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি আসতে পারবেন। সবশেষ যখন বন্দরে উনার জানাজা দিতে আসলাম তখনও উনি মৃত লাশ হয়ে আমার সামনেই ছিলেন। বলে কেঁদে ফেলেন এমপি সেলিম ওসমান। এ সময় তার কণ্ঠ ভারী হয়ে যায়।
এমপি সেলিম ওসমান ছাড়াও প্রয়াত আবুল জাহের এর স্মৃতিচারন করতে কেঁদেছেন বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল। এ সময় কান্না ধরে রাখতে না পেরে মাঝ পথেই বক্তব্য দেওয়া ছেড়ে দেন আতাউর রহমান মুকুল ও খালেদ হায়দার খান কাজল।
বুধবার ১৯ আগস্ট বাদ আসর নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে প্রয়াত আবুল জাহের এর পরিবারের উদ্যোগে চেহলাম উপলক্ষ্যে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর পক্ষে ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি, ও মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর পক্ষে আহসান আদেল রহমান এমপি তাদের প্রেরিত শোক বার্তা পাঠ করে প্রয়াত আবুল জাহের এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, প্রয়াত আবুল জাহের এর সহধর্মিনী, পাঁচ মেয়ে, জামাতা, দুই ছেলে সহ আওয়ামীলীগ জাতীয় পার্টি, বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের নিউমোনিয়া, শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। রোববার ২৬ জুলাই অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে। ১৫ আগস্ট তিনি মৃতুবরণ করেন। তিনি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য। এছাড়াও তিনি দীর্ঘ ২২ বছর বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply