সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে বিল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার লক্ষিবরদী মাদরাসা সংলগ্ন বিলের পানিতে অজ্ঞাত নারীর লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক গাজী শামীম জানান, দুপুরে বিলের পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। লাশটি ৮-১০দিন আগের হতে পারে। তার বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে। ধারণা করছি, নারীকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখেছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, অজ্ঞাত নারীর লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Leave a Reply