বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শরীফ নামে এক রিকশা চালককে নিখোঁজ হওয়ার দশ ঘন্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় দুপ্তারা ইউপি গির্দা চৌধুরীপাড়া এলাকার মতিনের ছেলে। এসআই মাজেদ মিয়া গতকাল শনিবার সকাল ৮টায় রুপগঞ্জের গাউছিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। এর আগে এ ঘটনায় তার স্ত্রী মাফিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জানা গেছে, ১২ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় রিকশা নিয়ে বের হন শরীফ। পরে সে আর বাড়িতে ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁখুজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। মাফিয়া বলেন, ওসি’র ব্যাপক তৎপরতায় আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। এতে আমি তার কাছে কৃতজ্ঞ। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার আগেই নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরে তার পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply