রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোহাম্মদ আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় সদাসদী এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার এএসআই অজিত জানান, ২০১২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি দুই বছরের দন্ডার্দেশ প্রদান করা হয়। এর পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply