বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মুজিবর্ষে শতভাগ বিদ্যুতায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়িত ২৩ টি উপজেলার মধ্যে থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আড়াইহাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করেন। এর আগে ২০১৬ সালের ১৩ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়িত এলাকা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, , জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার, জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
Leave a Reply