রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে ঘটে প্রণয়। পরে প্রেমের টানে ইটালী ছেড়ে দেশে ফিরে বিমানবন্দর থেকেই অপহরণের শিকার হন ইটালী প্রবাসী সাবরিনা আক্তার। অপহরণের এক সপ্তাহ পর বুধবার সন্ধ্যায় তারাব পৌরসভার রূপসী স্ট্যান্ড থেকে অপহৃতা সাবরিনা আক্তারকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণকারী নকল প্রেমিক হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়। হুমায়ুন কবির রূপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকার খাজাল উদ্দিনের ছেলে ও সাবরিনা আক্তার পার্শবর্তী আমদিয়া এলাকার ভুইয়া শামিমের মেয়ে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক ফরিদ আহাম্মেদ জানায়, সাবরিনা আক্তার তার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ইটালিতে বসবাস করে আসছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে হুমায়ুন মিয়ার সঙ্গে সাবরিনা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গত ২৭ মার্চ প্রেমের টানে সাবরিনা আক্তার ইটালি থেকে বাংলাদেশে চলে আসেন। শাহজালাল আন্তাজার্তিক বিমানবন্দরে পৌঁছলে হুমায়ুন কৌশলে সাবরিনাকে অপহরণ করে। অপহরণের ঘটনায় সাবরিনার মামা তোবারক হোসেন বাদী হয়ে প্রেমিক হুমায়ুন মিয়া, হুমায়ুনের বাবা খাজালউদ্দিন, মা নাছিমা বেগম, কাউসার ও আসাদ নামের ব্যক্তিদের আসামী করে রূপগঞ্জ থানায় অপহরনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাতে প্রেমিকা সাবরিনা আক্তারকে রূপসী স্ট্যান্ড থেকে উদ্ধার করে। এসময় নকল প্রেমিক হুমায়ুনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply