রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
বন্দর প্রতিনিধিঃ বন্দরে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষ্যে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে।বন্দর জশনে জুলুস ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটি’র আয়োজন মঙ্গলবার(২৭ অক্টোবর) সকাল ৯টায় থানার মদনগঞ্জ বটতলা হতে শুরু করে নাসিক’র ২৪নং ওয়ার্ডস্থ কদমরসুল দরগাহ’র সামনে র্যালি শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হযরাতুল আল্লামা সৈয়দ মো: বাহাদুর শাহ্ মোজাদেদ্দী আল্- আবেদী (মা:জি:আ:)।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বন্দর প্রেস ক্লাব’র তথা বন্দর জশনে জুলুস ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটি’র সভাপতি মো: মোবারক হোসেন কমল খান। র্যালির উদ্বোধন করেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ। এছাড়াও নাসিক’র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগরসহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ও হাজারো মুসল্লীবৃন্দ এ জশনে জুলুসে অংশ গ্রহণ করেন।
Leave a Reply