বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী সোনাকান্দা হাট,খেলার মাঠ ও শেখ রাসেল ইকো পার্ক নির্মান কাজের উদ্বোধণ করেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ। রবিবার ১৯মে সকাল ১০টায় সোনাকান্দা ঐতিহ্যবাহী হাট মাঠে এ উদ্বোধণ করা হয়।
উদ্বোধণকালে কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন,নাঃ সিটি কর্পোরেশনের উদ্যোগে সোনাকান্দা ১১একর জমিতে সাপ্তাহিক হাট,যুবকদের খেলার মাঠ পাশাপাশি এলাকার মানুষের বিনোদনের জন্য শেখ রাসেল ইকু পার্ক,সৌন্দর্য বর্ধনে লেক অতিশীঘ্রই দৃশ্যমান হতে যাচ্ছে। সোনাকান্দা মাঠে নির্মান কাজ চলমান আছে। ওয়ার্ডবাসীর সকল চাহিদা পূরনে নাসিক প্রতিজ্ঞাবদ্ধ।
উদ্বোধণকালে ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ ছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ,স্থানীয় সমাজ সেবক ইয়া হান্নান, মান্নান মিয়া,আক্তারুজ্জামান,হাসিব মৃধা,খোকন মৃধা,রাসেল,মোরশেদ প্রমূখ। পরিশেষে দোয়া পাঠ করেন ঐতিহাসিক সোনাকান্দা জামে মসজিদের ঈমাম হাফেজ মো: হোসেন।
Leave a Reply