রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা স্টেশন এলাকার আলোচিত পুলিশ সোর্স ডাকাত রনিকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড র্যাব-১১। মঙ্গলবার দুপুর ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা সোহেলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ডাকাত রনি ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে।
সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply