নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে মিজমিজিতে করোনায় আক্রান্ত হয়ে মাজেদা বেগম (৮৫) নামের এক বৃদ্বার মৃত্যু হয়েছে। রবিবার(১২ এপ্রিল ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীনবস্থায় বৃদ্বা মহিলার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরা নিশ্চত করেছে।
মৃত মাজেদা বেগমের পরিবারের সদস্যরা জানায়,তিনি বার্ধক্যজনিত কারনে নানা রোগে ভুগছিলেন।নিয়মিত ডাক্তারের চেকআপে ছিলেন তিনি।কয়েক দিন পূর্বে তার কাশি ও শ্বাস কস্ট দেখা দিলে তাকে চলতি মাসের ১১ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করানো হয়।পরদিন ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষায় করোনা পজিটিভ আসে।এর পরদিন ১২ এপ্রিল সোমবার রাতে চিকিৎসাধীনবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে সে মারা যায়।তার মৃত দেহ ঢাকার খিলগাঁও তালতলা কবরস্থানে সরকারী ভাবে বিশেষ ভাবে দাফন করা হবে বলে জানা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানায়,বাড়ীর বাইরে সবাইকে বের না হওয়ার জন্য কঠোর ভাবে বলে দেওয়া হয়েছে এবং কারো শারীরিক সমস্যা বা কেহ অসুস্থতাবোধ করলে সাথে সাথেই স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করতে বলা হয়েছে।
Leave a Reply