বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: করোনার ছোবল থেকে জনসাধারনকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন নারায়ণগঞ্জ সদর ইউএনও নাহিদা বারিক। ফতুল্লার গুরুত্বপূর্ণ বাজার গুলো নিরাপদ দুরত্বে সরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার সারাদিন কুতুবপুর ইউনিয়নের ভূইঁগড় কাঁচা -বাজার হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয় মাঠে, দেলপাড়া কাঁচা বাজার -দেলপাড়া খেলার মাঠে, শাহী বাজার -অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সামনে মাঠে, পাগলা বাজারকে -স্থানীয় মেম্বার ও বাজার কমিটির সভাপতি-সেক্রেটারির সহযোগিতায় পার্শ্ববর্তী বড় রাস্তার খালি জায়গায় এবং বউ বাজার -পার্শ্ববর্তী রেল লাইন সংশ্লিষ্ট খালি জায়গায় স্থানান্তর করে প্রতিটি দোকান কমপক্ষে ৬ থেকে ১২ ফুট দূরত্বে বসানোর ব্যবস্থা করেছেন।
ইউএনও নাহিদা বারিক জানান, করোনার প্রভাব দীর্ঘমেয়াদি, আগামি বছর বিশ্বে খাদ্যের সংকট সৃস্টি হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এজন্য আহবান করেছেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রয়োজনে কৃষকদের বিনামূল্যে শাক-সবজির বীজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো জানান, ধর্মগঞ্জ, দেলপাড়া,পঞ্চবটি, ভুইগড় ও ফতুল্লা বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যবসা করার নির্দেশ দেয়া হয়েছে।
ফতুল্লা ডিআইটি মাঠে পাইকারী দরে কাচা বাজার বিক্রির ব্যবস্থা করা হয়েছে এক সপ্তাহ আগে। সার্বিক ভাবে চেস্টা করা হচ্ছে উপজেলা এলাকাগুলো থেকে করোনা আক্রান্তের সংখ্যা কমানোর। সকলের সহযোগিতা থাকলে অবশ্যই করোনা মুক্ত এলাকা ঘোষনা করতে পারবো।
Leave a Reply