মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: করোনা ভাইরাসে প্রভাবে মানুষ যখন ঘর বন্দি হয়ে পরে, কর্মহীন হয়ে যখন নিজ নিজ ঘরে অবস্থান নেয়, তখনি কর্মহীন এসব মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যায় র্যাব-১১ সদস্যরা।
বুধবার গভীর রাতে সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাব-১১ সদস্যরা সিদ্ধিরগঞ্জের পুল এলাকার কাঙ্গালী বস্তি, আজিবপুর রেললাইন বস্তি, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দেয়।
সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, আপনারা সকলেই ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবাই সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আছি।
Leave a Reply