নারায়ণগঞ্জের খবর: চলামান করোনা দূর্যোগ মোকাবেলায় কর্মহীন মানুষকে পর পর তিন দফা ঈদ সামগ্রী সহ তিনি দফা খাদ্য সহায়তা দেয়ার পর এবার ৪র্থ দফায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন।
বুধবার (২০ মে) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পথকলি স্কুল প্রাঙ্গণে দেড় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি। এ সময় ফরিদ আহমেদ লিটন বলেন, করোনা মোকাবেলায় লকডাউনের কারনে দিন এনে দিন খাওয়া মানুষগুলো ঘরবন্দী হয়ে পড়েছে। এ কারনে খেয় পড়ে বাঁচাই তাদের কষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় চলে এসেছে ঈদ।
এ অবস্থায় অসহায় মানুষদের নতুন কাপড় চোপড় কেনার কথা স্বপ্নেও ভাবতে পারবেনা। সেই চিন্তা চেতনা থেকেই কিছু অসহায় মানুষকে শাড়ি-লুঙ্গি দিলাম। এ সময় তিনি এমন মানবিক কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply