September 23, 2023, 11:40 am
নারায়ণগঞ্জের খবরঃ ভাই-ভাগ্নেদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে শহরের কালিরবাজার ৭৪ এসিধর রোড এলাকার রহমত উল্লাহ অরুফে ফারুকের বিরুদ্ধে। ভাই-ভাগ্নে ওয়ারিশ সূত্রে ৬ শতাংশ জমি পেয়ে ২০১৫ সালে আরএস নামজারি করে।কিন্তু রহমত উল্লাহ অরুফে ফারুকের গোপনে নামজারির বাতিল চেয়ে নারায়ণগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের ভূমি অফিসে মামলা দায়ের করেন। মামলা নং ৬৪/১৮। মামলার বিষয়টি গোপন থাকলে ভাগ্নেরা বিদুৎ সংযোগ নিতে গেলে মামা ফারুক বাধা প্রদান করে জানান এই জমি নিয়ে মামলা আছে।
ফরুকের ভাগ্নে রিয়াজুলের অভিযোগ, তার মামা তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখলে নিতে র্দীঘদিন ধরে নানা ধরনের অপচেস্টা করে আসছে। এর আগে জমি দখলের প্রতিবাদ করায় আমাকে হত্যার হুমকী দেয়। এ ঘটনায় আমি গত ২৮/৬/১৮ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করি। যার নং ১০৮৭। রিয়াজুল আরো জানায়, বুধবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিস থেকে সার্ভেয়ার মঈনুদ্দিন হোসেন সরেজমিনে গেলে আমার মামা ফারুক উপস্থিত ছিলেন না। এর আগেও তিনি তারিখ দিয়ে অনপুস্থিত থেকেছেন।
Leave a Reply