বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃএসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় জামতলা হীরা ড্রাগন প্যালেসে কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক এমাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক কালের কন্ঠ ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, দৈনিক সোজা সাপটা ও নিউজ নারায়ণগঞ্জ অনলাইন পত্রিকার সম্পাদক প্রকাশক আবু সাউদ মাসুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন টিপু। সভা আয়োজকবৃন্দ আশা করছেন, এই সভার মাধ্যমে জেলা কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ফ্রিল্যান্সার শিক্ষকদের অধিকার আদায়ে যৌথ ভাবে কাজ করবে।
Leave a Reply