বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লায় গ্যারেজ মালিকদের নিকট ভূয়া রিক্সা প্লেট তৈরি করে বিক্রি এবং রিক্সা প্লেট নিতে অস্বীকৃতি জানালেই রিক্সা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হারুন উর রশিদ গংদের বিরুদ্ধে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন (রেজিঃ নং-৩৭৩২) এর কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলেন- ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার মৃত হযরত আলীর ছেলে হারুন উর রশিদ, সানাউল্লাহ, নুর ইসলাম ফকিরের ছেলে আরিফ ফকির, রহমতউল্লাহর ছেলে মিলন ও কাশিপুর উত্তর গোয়ালবন্দের মৃত শাহজাহান মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম।এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, রিক্সা চুরি করে নিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। আমি এই বিষয়ে (ওসি) আই সি, পি মোঃ আজগর হোসেনকে তদন্ত করার দায়ীত্ব দিয়েছি।অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা (ওসি) আই সি, পি মোঃ আজগর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের কাগজ হাতে পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থ গ্রহন করা হবে।অভিযোগের বরাত দিয়ে আনোয়ারুল কবির জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন যাবত ফতুল্লা থানাধীন এলাকায় অটোরিক্সা চুরির চক্র পরিচালনা করে আসছে। অভিযুক্তরা বাংলাদেশ রিকশা ভ্যান মালিক চালক সমন্নয় পরিষদ উত্তর কুতুবখালী (বিশ্বরোড) যাত্রাবাড়ি, ঢাকা কার্যালয়ের ভূয়া রিক্সা প্লেট তৈরি করে ফতুল্লা থানাধীন রিক্সা গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে আসছে। যারা অভিযুক্তদের কাছ থেকে প্লেট ক্রয় করে তাদের রিক্সা চুরি হয় না এবং যারা অভিযুক্তদের কাছ থেকে প্লেট ক্রয় করে না তাদের রিক্সা চুরি হয়।অভিযুক্তরা চোর চক্রের মাধ্যমে রিক্সা চুরি করে তাদের আয়ত্তে নিয়ে পরবর্তীতে রিক্সা ছাড়ানোর জন্য রিক্সার মালিকদের কাছ থেকে ২০ হাজার টাকা রিক্সা ছাড়ার মুক্তিপণ দাবি করে অটোরিক্সা মালিকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। আমরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের বাধা ও নিষেধ করলে অভিযুক্তরা আমি সহ আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হকের নামে ফতুল্লা মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।
অভিযোগের বরাত দিয়ে আনোয়ারুল কবির জানান, অভিযুক্তরা ইতিপূর্বেও বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ২০০১ সালে তাদের এই ভূয়া প্লেট বিভিন্ন রিক্সা গ্যারেজ মালিকদের কাছে বিক্রি করেছে এবং যারা অভিযুক্তদের কাছ থেকে প্লেট ক্রয় করে নাই তাদের রিক্সা অভিযুক্তরা চক্রের মাধ্যমে অটোরিক্সা চুরি করে নিয়ে মুক্তিপণ আদায় করে অটোরিক্সা ছেড়ে দিতো।এমতাবস্থায় গত ৮ জুলাই ২০২০ইং তারিখ সকাল ১০টার সময় অভিযুক্তদের চোর চক্রের সদস্যরা পঞ্চবটি এলাকায় অটোরিক্সা চুরির পায়তারা করার সময় সংবাদ পেয়ে তাদের বাধা ও নিষেধ করলে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমি সহ আমার রিক্সা চালক ইউনিয়নের অন্যান্য সদস্যদের দেখে নিবে বলে হুমকি প্রদান করে। অভিযুক্তদের এহেন কার্যকলাপে ফতুল্লা থানাধীন অটোরিক্সা গ্যারেজের মালিকরা আতংকে রয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।অভিযুক্ত হারুন উর রশিদ কাছে রিক্সা চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাহিরে আছি, আমি অফিসে গিয়ে আমার সভাপতির সাথে কথা বলে আপনাকে জানাবো।
Leave a Reply