নারায়ণগঞ্জের খবর: প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলঅ নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রঙ্গনে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৫১ জন ইউনিয়ন গ্রাম পুলিশদ সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়।
নাহিদা বারিক জানান, গ্রাম পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে তাদের সুরক্ষা সামগ্রী(পিপিই, গামবুট, হ্যান্ড গ্লাভস, মাস্ক প্রভৃতি) প্রদান করা হয়। পাশাপাশি সদর উপজেলাধীন ৫১ জন ইউনিয়ন গ্রাম পুলিশদের (২৯ জন পুরুষ ও ২২জন মহিলা) মাঝে জনপ্রতি ১৩০০/- টাকা নগদ প্রদান করা হয়।
Leave a Reply