May 30, 2023, 3:22 pm
নারায়ণগঞ্জের খবরঃ বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল ফতুল্লার নতুন কোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাকিব(১৮), রুবেল(২০),ফজর আলী(২১) ও সুমী আক্তার(২২)। গ্রেফতারকৃতরা সাবাই চাদমারীর বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় এসআই কামরুলের নেতৃত্বে নতুন কোর্ট জেলা পরিষদ এলাকায় চালিয়ে রমজানের চায়ের দোকানের সামনে থেকে ৮’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চাদমারী এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাকিব(১৮), আলাউদ্দিনের পুত্র রুবেল(২০), মুক্কা মিয়ার পুত্র ফজর আলী(২১) ও রনির স্ত্রী সুমী আক্তারকে(২২) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply