September 26, 2023, 5:43 am
নারায়ণগঞ্জের খবরঃ জেলা গোয়েন্দা পুলিশ একটি টিম শনিবার রাতে ফতুল্লার চানমারী আজমেরীবাগ এলাকায় অভিযান চালিয়ে ১২শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো: শফিকুল্লা(২১),মো: তাজেল(৪০), মো: বিপ্লব(৩৩),পলি(২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায়,গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুল পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে চানমারীর আজমেরীবাগ এলাকায় অভিযান চালিয়ে মো: শফিকুল্লা(২১),মো: তাজেল(৪০), মো: বিপ্লব(৩৩),পলিকে(২৮) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১২শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহীন নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
Leave a Reply