শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ফতুল্লার পশ্চিশ তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে তিতাসের প্রকৌশলীসহ আটজনকে গ্রেফতারের করে সিআইডি।
এদিকে মোবারককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম তার রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদে দুটি বৈদ্যুতিক সংযােগ রয়েছে। একটি সংযােগ অবৈধ। সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিংয়ের কাজ করেছিল মােবারক হােসেন। গ্যাস ও সেই বৈদ্যুতিক লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে হিসেবে মােবারককে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply