রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
আবদুর রহিম: দরিদ্র মানুষের জন্য রাতের অন্ধকারে দেবদূত হয়ে আসেন র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। গভীর রাতে দরিদ্র মানুষের মলিন মুখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করে যচ্ছেন তিনি। রাতের অন্ধকারে র্যাব সদস্যদের নিয়ে নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে পৌছে দিচ্ছেন ঘুমন্ত মানুষের ঘরে। আর্থিক সহায়তা করছেন কোলের দুধের শিশুর জন্যও।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ যখন কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছেন, যখন কোন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের কোন নেতার সহযোগীতা না পেয়ে হতাশায় অর্ধহারে অনাহারে দিন কাটাতে থাকেন। ওইসব মানুষের জন্য রাতের অন্ধকারে দেবদূতের ভূমিকায় অবর্তীণ হোন র্যাব-১১ সিনিয়র পুলিশ সুপার আলেপ উদ্দিন।
র্যাব-১১ সদস্যরা ব্যাক্তিগত তহবিল থেকে কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। করোনা ভাইরাসে প্রভাবে মানুষ যখন ঘর বন্দি হয়ে পরে, কর্মহীন হয়ে যখন নিজ নিজ ঘরে অবস্থান নেয়, তখনি কর্মহীন এসব মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে র্যাব-১১ সদস্যরা।
র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন (পিপিএম) জানান, র্যাব সব সময় মানুষের কল্যানে কাজ করছে। এ দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। তাই ঝুঁকি যেনেও আমরা পিছপা হচ্ছি না। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply