শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা।
তিনি শুরুতে একাই অবস্থান নিলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন নারী মুনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে অবস্থান নেন। সোমবার (০৫ অক্টোবর) নারায়ণগঞ্জ শহীদ মিনারে সকাল থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।
এদিকে সন্ধ্যার পর একদল যুবক শহীদ মিনারে অবস্থান নিয়ে চোখে কাল কাপড় বেধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তোলারাম কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, আমরা ভিডিওতে দেখেছি একজন নারীকে বিবস্ত্র করে সম্মানহানি করা হয়েছে। ওই নারীকে যৌন হয়রানি করে নগ্ন উল্লাস করেছে হায়েনার দল।
তিনি বলেন, প্রতিদিন ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটলেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। এই বিচারহীনতার ফলে ধর্ষণের মাত্রা বাড়ছে দিন দিন। একজন শিক্ষার্থী এবং নারী হিসেবে এ ধর্ষণের বিচারের দাবিতে অবস্থান নিয়েছি।
ফারহানা মানিক মুনা বলেন, আমাদের নিরাপত্তার নিশ্চয়তা আমাদের গড়তে হবে। আমরা শিক্ষার্থীরা যদি নিজেদের জায়গা থেকে সোচ্চার না হই তাহলে এর থেকে পরিত্রাণ নেই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে এবং আইনের প্রয়োগ থাকলে ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেত না। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে।
Leave a Reply