রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ গ্রাম পুলিশদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। সোমবার দুপুরে তিনি থানা কম্পাউন্ডে এই মাংস বিতরণ করেন। এর আগে কখনো ফতুল্লা মডেল থানা এমন উদ্যোগ নেয়া হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ঐতিহ্যবাহী চৌকিদার দফাদারগন সব সময়ই পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তাদের প্রতি পুলিশের ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, আছে শ্রদ্ধা। তারই অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ ফতুল্লা মডেল থানাধীন সকল ইউনিয়নের সকল চৌকিদার দফাদারদেরকে থানা প্রাঙ্গনে দাওয়াত করে এনে একটি গরু উপহার হিসেবে দিয়ে তাদের মাধ্যমেই কেটে ভাগ বাটোয়ারা করে সবাইকে দেয়া হয়। তাদের কাজের স্বীকৃতি প্রদানের সামান্য প্রয়াস মাত্র।
Leave a Reply