সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন এবং মারা গেছেন চার জন। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। সোমবার (২০) এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম।
এদিকে লকডাউন পরিস্থিতির মধ্যেও নারায়ণগঞ্জে মানুষজন রাস্তায় বের হচ্ছে। যা করোনা সংক্রমণের আশঙ্কাকে বাড়িয়ে তুলছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। শ্রমিকরা যেন লকডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে না আসতে পারে সে ব্যাপারেও পুলিশ কঠোর নজরদারি করছে।
গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পাওয়ার ব্যাবস্থা করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বকেয়া বেতনের জন্য যেন কোনো শ্রমিক রাস্তায় না আসে। এ ব্যাপারে মালিকরা আন্তরিক হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’
Leave a Reply