স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ জেনারেল( ভিক্টোরিয়া) হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়ছে। ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) একজন ওয়ার্ডবয় ও দুইজন নার্সের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ায় জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়ে।
সোমবার (০৬ এপ্রিল) রাতে করোনা রিপোর্ট পজেটিভ আসার পর রাত ১০টা থেকে জরুরি বিভাগ সাময়িক বন্ধ রাখার ঘোষণা আসে। ওই তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, বন্দরের রসুলবাগ এলাকাতে একজন নারী করোনা আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে ওই নারীকে ১০০ শয্যা(ভিক্টোরিয়া) হাসপাতালে আনা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এছাড়াও পরবর্তীতে আরও দুইজন আক্রান্ত রোগী রোগ গোপন করে ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
এসব কারণে জরুরি বিভাগের কয়েকজনকে এর আগেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার রিপোর্টে নার্স ও ওয়ার্ডবয়সহ তিনজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। ওই তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণেই জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার জরুরি বিভাগ জীবানুমুক্ত করা হবে। জরুরি বিভাগ বন্ধ থাকলেও বর্হিবিভাগ ও অন্য সেবা অব্যাহত রয়েছে ও থাকবে।
Leave a Reply