শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
বন্দর প্রতিনিধিঃ নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর নির্দেশে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বন্দর ফায়ার ঘাট থেকে ত্রিবেনী ব্রীজ পর্যন্ত খাল সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে খনন প্রক্রিয়া উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৩জানুয়ারী ১১টায় বন্দর ফায়ার ঘাট থেকে ভেকু দিয়ে খান খনন প্রক্রিয়া শুরু হয়। এ সময় খাল খননের উদ্বোধণ করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
উদ্বোধণকালে হান্নান সরকার বলেন,নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর নির্দেশে প্রতিটি ওয়ার্ডকে সুন্দর নগরী উপকার দিতে আমরা কাজ করে যাচ্ছি। শীতলক্ষ্যা নদী ঘেষে বন্দর ফায়ার ঘাট থেকে ত্রিবেনী ব্রীজ পর্যন্ত খাল খনন করে সুন্দর্য্য বর্ধনের লক্ষ্যে গাইড ওয়াল বেষ্টনী দেয়া হবে। নাসিকের উন্নয়ণ কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। ওয়ার্ডবাসী সুন্দর নগরী উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার ইউনুছ আল মামুন,আ’লীগনেতা খোকন মৃধা,হাসিব মৃধা,ইজারাদার আমির হোসেন,ফজলে রাব্বি,আবুল হোসেন,দেলোয়ার হোসেন প্রমূখ। উল্লেখ্য,নাসিকের উদ্যোগে ঠিকাদার ইউনুছ আল মামুনের তদারকিতে বন্দর ফায়ার ঘাট হতে ত্রিবেনী ব্রীজ পর্যন্ত খাল খননের জন্য প্রায় ১ কোটি টাকা নির্মাণ ব্যায় ধরা হয়েছে।
Leave a Reply