বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না-এসপি

নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, নির্বাচনে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে যা করণীয় সব কিছুই করা হবে।

তিনটি উপজেলায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, জেলার রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে কোনো অরাজকতা বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) সাজ্জাদ রোমন বলেন, আগামী ৩১ মার্চ জেলার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মতবিনিয় সভায় তিন উপজেলার প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD