রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মরহুম মোসাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনায় ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হকের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি বাদ মাগরিব ফতুল্লা সমবায় বাজার মসজিদ, ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, লালপুর পৌষারপুকুর পাড় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোসাব্বির আলম নয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সোমবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে তাকে শায়িত করা হয়।
Leave a Reply