June 1, 2023, 5:51 am
বন্দর প্রতিনিধিঃ বন্দরে সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুছাপুর ইউনিয়নস্থ সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাকসুদ হোসেন বলেন,ভবিষ্যৎ প্রজন্মরাই এদেশ গড়ার কারিগর। তোমাদের মধ্যেই একদিন কেউ না কেউ এদেশ পরিচালনার দায়িত্ব নিবে। বর্তমান সরকারের অধিনস্থ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান ভবিষ্যৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। বন্দরের ৫টি ইউনিয়নে শিক্ষাখাতে ব্যপক উন্নয়ণ করেছে। এ উন্নয়নের ধারাকে সমুজ্জল করতে সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে পাঠদানে মনোযোগী হতে হবে। পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জণ করা যায়। পাশাপাশি এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর আমার নিজস্ব অর্থায়নে সম্মাণনা প্রদান করব ইনশাআল্লাহ। সামসুজ্জোহা এমবি স্কুলই হবে বন্দরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এর চাই জন্য অধ্যবসায়।
সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি তথা মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন ছাড়াও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নারগিছ মাকসুদ,সাবেক মেম্বার মঞ্জু,আনোয়ার হোসেন মেম্বার,আলহাজ¦ বোরহান উদ্দিন,সমাজ সেবক সাগর মিয়া,হাজী বাবুল মিয়া,সোহেল মেম্বার,আঃ সাত্তার,নাছির উদ্দিন,তাওলাদ হোসেন,মনোয়ার মেম্বার,আসিফ মিয়া,রুবেল হোসেন প্রমূখ।
উল্লেখ থাকে যে,সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটিতে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এত মুছাপুর ইউনিয়ণ চেয়ারম্যান মাকসুদ হোসেন সভাপতি,সাধারন শিক্ষক সদস্য জাহিদুর রহমান,আব্বাস উদ্দিন,সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা খানম,অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম,নাসির উদ্দিন,মোহাম্মদ আলী,মোঃ ওয়াসিম,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পারভীণ নাহারকে মনোনয়ণ দেয়া হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে,মুছাপুরবাসীর বহুদিনের কাঙ্খিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। মুছাপুর ইউনিয়নের ২বারের জনপ্রিয় চেয়ারম্যান মাকসুদ হোসেনকে সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মনোনয়ণ দিয়েছে। আমাদের দীর্ঘদিনের প্রানের দাবী স্বার্থক হয়েছে। আমরা সবাই মিলে চেয়ারম্যান মাকসুদ হোসেনকে নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরো বেগবান করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। পরিশেষে শিক্ষার্থী অগ্রগতি ও নবগঠিত কমিটির সাফল্য কামনা করে দোয়া পাঠ করা হয়।
Leave a Reply