বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য স্কুলের অডিটোরিয়াম খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার ফতুল্লার সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য এ ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।
জানাযায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সময় তাদের সঙ্গে আসা অভিভাবকদের কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়। তাই অভিভাবকদের সুবিধার্থে সস্তাপুরে অবস্থিত কমর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম খুলে দেয়া হয়। এ অডিটোরিয়ামে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের জন্য এমন সু-ব্যবস্থা করায় তারা অনেক খুশি এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক জানান, কমর আলী স্কুলের অভিভাবকদের জন্য অডিটোরিয়াম খুলে দেয়া হয়েছে। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য অডিটোরিয়াম চালুর ব্যবস্থা করা হবে।
Leave a Reply