September 26, 2023, 6:58 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লার পাগলায় মোঃ নাছিমুল ইসলাম সাবিদ নামের দশম শ্রেনীর এক ছাত্র নিখোঁজ হয়েছে।সে পাগলা নয়ামাটি এলাকার সাইফুল ইসলাম বাবুর পুত্র এবং পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।এ বিষয়ে নিখোঁজ হওয়া ছাত্রের মামা আব্দুর রহমান পিয়েল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং-১৪৪৫) করেছেন।
নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়,গত২৬/৭/২০১৯ ইংরেজি শুক্রবার সকাল ১১ টায় নিখোঁজ সাবিদ তাদের পাগলা নয়ামাটিস্থ বাসা থেকে বের হয়।দীর্ঘক্ষন সময় পর বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করার এক পর্যায়ে তারা জানতে পারে বাসা থেকে বের হয়ে নিখোজ সাবিদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে বুড়িগঙ্গা নদীতে গোসল করিতে যায়। সর্বশেষ দুপুর তিনটার দিকে তাকে পাগাল বাজার এলাকায় দেখতে পাওয়া যায়।সন্ধ্যার পরে ও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যারা বিভিন্ন আত্নীয় -স্বজনদের বাসায় খোঁজাখুজি করিয়া না পেয়ে শুক্রবার রাতেই নিখোজঁ সাবিদের মামা ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।
Leave a Reply