রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ফতুল্লা প্রতিনিধিঃ পাগলায় চাঁদাবাজী বন্ধের দাবীতে অটো চালোকদের বিক্ষোভ মিছিল। চালোকরা জানায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুনুর রশীদ আশার পর থেকে পাগলা থেকে জালকুড়ি রোডে অটো চালাতে হলে কোন প্রকার চাঁদা কাউকে দিতে হয় নাই। আমরা শান্তিতেই অটো চালাচ্ছিলাম । বেশ কয়েকদিন যাবৎ পশ্চিশ দেলপাড়া এলাকার জুয়াড়ি শফি (৪২) ,মাহাবুব @ অটো মাহাবুব (৪৫), কালু (৪৫),সামাদ শেখ (৫০) ,রাজিব (৪২),নাহিদ(৩০) উক্ত চাঁদাবাজরা বিভিন্ন স্টিকার , রশিদের মাধ্যেমে অটো চালোকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে ।
এদের মধ্যে মধ্যে প্রায় ৩ থেকে ৪ শত চালোকদের কাছ থেকে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ হাজার টাকা পর্যন্ত চাঁদা উঠায় এই চাঁদাবাজরা । কয়েকজন অটো চালোক এই চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মারধোরও করেন এই চাঁদাবাজ বাহিনী । শনিবার ( ১৯ এপ্রিল ) দুপুরে পাগলা থেকে জালকুড়ি রোডের সকল অটো বন্ধ করে চালোকরা এক সাথে পাগলায় বিক্ষোভ মিছিল করেন । মিছিলের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে চালোকদের শান্ত করেন । এসময় এস আই মিজান চাঁদাবাজ কালুকে গ্রেফতার করে নিয়ে যায় । বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান । পরে অটো চালোকরা থানায় চাঁদাবাজ দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায় করেন । এবিষয় ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি চাঁদাবাজ দের গ্রেফতারের চেষ্টা চলছে , তাদেও বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে । কোন প্রকার চাঁদাবাজদের আমি ছাড় দিবোনা ।
Leave a Reply