নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পাগলায় ডিবি পুলিশ পরিচয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ মে) বিকাল সাড়ে ৫ টার সময় ফতুল্লা থানাধীন পাগলা জেলে পাড়া এলাকায়।
এ ঘটনায় পাগলা জেলেপাড়ার বাবুলের স্ত্রী শিলা আক্তার (৩২) বাদী হয়ে পাগলা বৌ-বাজার এলাকার রাজ্জাকের ছেলে পুলিশের সোর্স শান্ত (৩০), নন্দলালপুর এলাকার শিল্পীর ছেলে সোর্স নিশাদ (২৫), বৌ-বাজার এলাকার রাজ্জাকের ছেলে সুমন (৩০), অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শিলা আক্তার তার অসুস্থ্য মাকে নিয়ে ঢাকা সহরোয়ার্দী হাসপাতালে থাকা কালীন সময়ে উল্লেখিত বিবাদীগন সহ অপর অজ্ঞাতনামা কয়েকজন ডিবি পুলিশের পরিচয়ে শিলার বাড়িতে প্রবপশ করে। এ সময় তারা স্টিলের আলমারী ভাঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও শিলার বড় মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুটে নেয়। এক পর্যায়ে তার দুই মেয়ে অথৈ ও সিনথিয়াকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। ঘটনার পর থেকে সোর্স শান্ত বাদী শিলাকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বলে জানা যায়।
শিলা আক্তার জানায়, আমার বাড়িতে পুলিশের সোর্স পরিচয়ে মাদক সেবন করতে চাইলে আমি তাদের নিষেধ করি। এমতাবস্থায় গতকাল আমি বাসায় না থাকার সুবাদে সোর্স শান্ত, নিশাদ, আসিফ, চা লিটনসহ আরো কয়েকজন নিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে আমার বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, শিলা আক্তার নিজেও একজন মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম হোসেন বলেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের সঠিক তদন্তকরে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply