বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাগলা শাহী কবরস্থান ও জামে মসজিদের নির্মান কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে এ কাজের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, ইউপি সদস্য রোকন উদ্দিন, আওয়ামী লীগ নেতা আ: হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু, কৃষক লীগ নেতা রশিদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, কবর স্থানের পাশে মসজিদ এবং মাকের্ট নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়। কবরস্থানের পাশে মসজিদ মাকের্ট নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন অনেকে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক হুমায়ূন কবীর বলেন, আমরা আদালতের রায় এবং তিনজন বিজ্ঞ মুফতী সাহেবের পরামর্শ নিয়ে কবরস্থানের পাশে মসজিদ সম্প্রসারন করে মাকের্টসহ নতুন করে মসজিদ নির্মাণ শুরু করেছি।
Leave a Reply