September 23, 2023, 4:39 pm
নারায়ণগঞ্জের খবরঃ অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব কে নিবে, এ নিয়ে দুই ভাই সিরাজুল আর মনিরের মধ্যে তুমুল বাকবিতন্ডা চলছিলো। চিকিৎসা সেবা দেয়া দূরে থাক, অসহায় বৃদ্ধ মাকে দুই ভাইয়ের বাসায়ও নিতে রাজি হচ্ছিলো না। সোমবার দুপুরে চাষাঢ়া বেইলী টাওয়ারের সমানে দুই ভাইয়ের বাকবিতন্ডায় বেশ কিছু মানুষ জড়ো হয়। আর এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমন।
সাজ্জাদ রোমন পুরো ঘটনা জেনে তিনি দুই ভাইকে শাসিয়ে বৃদ্ধা মাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং একটি সিএনজি ডেকে বৃদ্ধাকে ধরে সিএনজিতে উঠিয়ে দিয়ে ভাড়া পরিশোধ করে দেন। সিএনজি ছাড়ার আগে বৃদ্ধা মাকে নিজের মোবাইল নম্বর দিয়ে বলে দেন কোন সমস্যা হলে ফোন দিতে। বৃদ্ধার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাঁচগাও ইউনিয়নের গোনাইসার গ্রামে।
সাজ্জাদ রোমন জানান, ওই বৃদ্ধা মা’র দুই ছেলেকে ডেকে বলেছি। এক্ষুণি যদি তারা মায়ের চিকিৎসার ব্যবস্থা না করেন তবে তাদের গ্রেফতার করা হবে। পরে তারা আমার কথা শুনেছে।
তিনি বলেন, পুলিশ প্রশাসনকে নিয়ে নানা ধরণের মন্তব্য করেন। পুলিশে যারা কাজ করেন তারা মানুষের নিরাপত্তার জন্যই নিজের জীবন বাজি রেখে কাজ করেন। সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি মানবতার সেবায়ও কাজ করেন পুলিশের সদস্যরা। বৃদ্ধার জন্য এতোটুকু করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে
Leave a Reply