নিজস্ব প্রতিবেদক: চাঁদার দাবীতে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় হামলাকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলা শিকার হয়ে গুরুতর আহত হয়েছে পারভেজ ঢালী। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত পারভেজ ঢালী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পারভেজ ডালি জানায়, মঙ্গলবার বিকেলে পূর্বলামাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী খন্দকার অনিক আহম্মেদ শাওন, খন্দকার রাজা, খন্দকার সেলিম, খন্দকার সোহাগ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এনে আমার কাছে চাঁদাদাবী করে। আমি সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে অসবীকার করলে সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ১ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও দাবি কিছু মালামাল লুট করে নিয়ে যায়। আমি তাদের বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা আমাকে ধারােলো অস্ত্র দিয়ে আঘাত করলে আমি গুরুতর আহত হই।
পারভে আরো জানায়, তিনি পূর্বলামা পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত মুনতাহা নামক ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তাতে বিকাশ, মোবাইল লোড সহ মুদি মালের ব্যবসা পরিচালনা করতেন, অনিক মাঝে মাঝে চাঁদা দাবি করতো। মঙ্গলবার বিকেলে চাঁদা দাবি করলে আমার সাথে বাকবিতন্ডা হয়। আমি চাঁদা দিতে না চাইলে তার সঙ্গে থাকা অন্যান্য সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায়। আমাকে লোহার রড দিয়ে আঘাত করে আমাকে গুরুতর আহত করে আমার দোকান কুপিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
Leave a Reply