নারায়ণগঞ্জের খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসে যোগ দিতে ঘর ছেড়েছে মাদরসা পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বৃহস্পতিবার ফতুল্লার শিয়াচর এলাকার নিজ বাসা থেকে পালিয়ে যায়।
কিশোরীর বাবা জানান, ‘আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেম খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায়ই রাগ করতাম। বাসায় ঝগড়া হলেই আমার মেয়ে বলতো, সে কোরিয়া চলে যাবে। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে গেছে।
ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
Leave a Reply