June 9, 2023, 3:57 am
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় ট্রাক চাপায় স্কুটি চালক সাইফুল ইসলাম শিমুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।
এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্ক্ষ্যদর্শীরা জানায়, সাইফুল ইসলাম শিমুল একটি ওয়ান টেষ্ট স্কুটি চালিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার সময় দাপা এলাকায় আসলে (ঢাকা মেট্রো-উ ১১-৪৮৮৭) ট্রাক সামনে থেকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন চালক বজলু মিয়াসহ ট্রাকটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় শিমুলকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলি চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply