শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ কুতুবপুরে নতুন আতঙ্কের নাম সেলিম খান। সাবেক সাংসদ কবরীর সময়ে কুতুবপুরে ত্রাস সৃস্টি করে পুরো কুতুবপুরবাসীকে জিম্মী করেছিলো যে ক’জন সন্ত্রাসী তার মধ্যে সেলিমখন অন্যতম। র্যাবের সাথে সরাসরি বন্দুক যুদ্ধে লিপ্ত হয় এই সন্ত্রাসী। ওই সময় সেলিম খানের গুলিতে স্কুল ছাত্র শুভ নিহত হয়। এরপর থেকে সেলিম খান পালাতক ছিল।
কিন্তু সম্প্রতি সে এলাকায় ফিরে এসে নতুন করে সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছে বলে স্থানীয়দের অভিযোগ। এলাকার বিভিন্ন স্থানে সংগঠিত হতে দেখা যাচ্ছে সেলিম খানে রেখে যাওয়া বাহিনীর সদস্যদের। ইতোমধ্যে এলাকায় বেশ কয়েক দফা শোডাউন দিয়ে তার ফিরে আসার বিষয়টি জানান দিয়েছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয়রা।
Leave a Reply