রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: এবার ফতুল্লা পূর্ব লামাপাড়া এলাকায় স্বপ্নানীড় নামক একটি বাড়ি ও পাশের সড়কটি লকডাউন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। এই বাড়িতে করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় রোববার দুপুর ৩টা হতে ওই লাকডাউনের ঘোষণা দেন।
তিনি জানান, ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় স্বপ্নানীড় নামক একটি ভবনে এক করোনা রোগী ছিল। দুদিন আগে তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনার পরিজিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত রোগী ফরিদপুরের বাসিন্দা। তিনি মানিকগঞ্জের একটি তাবলীগ জামাত হতে মেয়ে জামাতার বাসায় বেড়াতে এসেছিলেন।
Leave a Reply