শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের শিবু মার্কেট এলাকা থেকে প্রাইভেট কার সহ ৭‘শ ১৯ ক্যান বিয়ার উদ্ধারের মুল হোতা মাদক সম্রাট ইব্রাহিম কে গ্রেপ্তার করেছে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবাররাতে মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক স¤্রাট ইব্রাহীম জেলার সদর থানার সৈয়দপুর এলাকার ইসমাইল হোসেনের পুত্র। সে বর্তমানে ফতুল্লার স্টেশন উকিল বাড়ি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতো।
জানা যায়,জেলা গোয়েন্দা পুলিশ ৩০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্টো-গ-১২-৯৮৫৮)প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে ৭‘শ ১৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।এ সময় আটক করা হয় প্রাইভেটকার চালক মোক্তার হোসেনকে। আটকৃত মোক্তার হোসেন তখন গোয়েন্দা পুলিশকে জানায়, যে বিয়ার চালানের মুল মালিক হচ্ছে সদর থানার সৈয়দপুর এলাকার ইব্রাহিম। সে বর্তমানে ফতুল্লার পিলকুলি এলাকায় ভাড়া থাকে এবং বিসমিল্লাহ স্টোর নামক একটি দোকান নিয়ে ব্যবসা করছে।
তথ্য মতে,জেলার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী ইব্রাহিম দীর্ঘদিন ধরে ফতুল্লার দাপা আদর্শ স্কুল সংলগ্ন জেলা বি এন পি নেতা রুহুল আমীন সিকদারের দোকান ঘর ভাড়া নিয়ে অভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিলো।ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, বিয়ারের মুল মালিক ছিল ইব্রাহিম সে সময় তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর পলাতক ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে মোক্তার পুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম কে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply